নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়ায় আদিবাসী নারীকে গণধর্ষণ ও রাঙামাটির বনরুপার সলক মার্কেটে ২য় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টাকারী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট শনিবার আদিবাসী ছাত্র সমাজ মহালছড়ি এর আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহালছড়ি আবাসিক স্কুল থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ, মহালছড়ি প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে কৃঞ্চ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তুলি চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন প্রগতি চাকমা, আদর্শী চাকমা ও তুষন চাকমা।
বক্তারা বলেন পাহাড়ি মেয়ে ধর্ষণের ঘটনা পার্বত্য চট্টগ্রামে আজ প্রথম নয়। এসব ঘটনা বহু আগে থেকে সংঘটিত হয়ে আসছে। এসব ঘটনায় প্রশাসন থেকে সুষ্ঠু বিচার না হওয়া ও অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় বারবার এই সব ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে। বক্তারা আরো বলেন, তারা আশাবাদী যে, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশাসন উক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।
এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সরকার রদবদল হলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ এখনো নিরাপত্তাহীনতায় রয়েছে। নিপীড়ন - নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে পাহাড়ি মেয়েরা এখনো নিরাপদ নয়। বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে পাহাড়ি মেয়েদের তথা দেশের সকল মেয়েদের অতিদ্রুত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

1 মন্তব্যসমূহ
✊✊✊
উত্তরমুছুন