নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি 



সূত্রঃ নকুঁক্যাহাস্কু/রেজিঃ/খাগড়াঃ/সদর/১০/২২-শি:/৩০৭

তারিখঃ ২০/১০/২০২২ খ্রিঃ।


সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল খাগড়াছড়ি, শূন্য পদের অনুকূলে ১(এক) জন ব্লক শিক্ষক, ১ (এক) জন কম্পিউটার ল্যাব অপারেটর, ১(এক) জন পরিচ্ছন্নতা কর্মী ও ১(এক) জন নৈশ প্রহরী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রত্যেক আবেদনকারীকে প্রধান শিক্ষক বরাবর লিখিত দরখাস্তের সাথে | সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ০৩ (তিন) কপি ছবি এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, ট্রাষ্ট ব্যাংক, খাগড়াছড়ি শাখার অনুকূলে ৩০০.০০ (তিনশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযোজন করে আগামী ০৬/১১/২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময়ে মধ্যে আবেদন পত্র ডাকযোগে/সরাসরি পৌছাতে হবে এবং আগামী ০৯/১১/২০২২ খ্রি. | তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।

সুবিধাদি : প্রতিষ্ঠানের বিধি মোতাবেক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।







বিঃ দ্রঃ অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা এবং আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।


প্রধান শিক্ষক

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল খাগড়াছড়ি

ফোন নং- 02333-383638 

মোবাইল নং- ০১৩০৯-১০৬৭৬৯

EIIN NO- 106769

স্থাপিতঃ ১৯৮৩

www.nhs.edu.bd,

e-mail:- natunkuri.chs@gmail.com


তথ্য সূত্রঃ দৈনিক অরণ্যবার্তা (২১/১০/২০২২)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারায় সামাজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা

মোঃ আবদুল আলী, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...