বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক পাঠদানের অনুমতি প্রাপ্ত সীমান্ত প্রহরী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (EIIN NO: 139471 ) নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হয়েছে।
১। পদের নামঃ সহকারী শিক্ষক
বিষয়ঃ ইংরেজী
পদের সংখ্যাঃ ১ জন
২। পদের নামঃ সহকারী শিক্ষক
বিষয়ঃ গণিত
পদের সংখ্যাঃ ১ জন
উভয় পদে শিক্ষাগত যোগ্যতা/বয়সসীমাঃ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনে ১টি ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে।
বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা ঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট | বিষয়সহ স্নাতক। সমগ্র শিক্ষাজীবনে ১টি ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে।
বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের 8 ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শর্তসমূহঃ-
১। নিবন্ধনকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। আবেদন পত্রের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবিসহ সীমান্ত প্রহরী আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহোদয় বরাবর আবেদন করতে হবে।
৩। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার / ব্যক্তিগতভাবে প্রেরণ/জমা দেয়া যাবে।
৪। আবেদনকারীদের পরীক্ষার জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
৫। নির্দিষ্ট সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
৬। আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা।
১। এ্যাডজুটেন্ট/স্কুল কো-অর্ডিনেটর
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি), লংগদু, রাংগামাটি মোবাইল : ০১৬69601215
২। প্রধান শিক্ষক
সীমান্ত প্রহরী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লংগদু, রাংগামাটি
মোবাইল : 01635214143 মেইল : simantoprohorischool4143@gmail.com
৩। স্কুল এনসিও
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি), লংগদু, রাংগামাটি মোবাইল ঃ ০১৬১৮-৭২৩৬১৯, ০১৮১১৬৮৮৪০৩
0 মন্তব্যসমূহ