আবদুল আলী, গুইমারা:
খাগড়াছড়ি জেলার গুইমারাতে শহীদ সেনা দিবস পালিত হয়েছে । ২৫ ফেব্রুয়ারী গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভা অুষ্ঠত হয়।
এ সময় গুইমারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে দেশের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এ নির্মম, নৃশংস ও ভয়ংকর হত্যাযজ্ঞের মাধ্যমে রচিত হয় বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
পরিশেষে সভায় সেনা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

0 মন্তব্যসমূহ