মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জ্ঞানোদয় বন বিহারে কঠিন চীবর দানানুষ্ঠান পরিদর্শন করেছেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া(পিএসসি)। ১ নভেম্বর বুধবার দুরপুয্যানালা জ্ঞানোদয় বন বিহার কর্তৃক আয়োজিত “২১ তম কঠিন চিবর দান” অনুষ্ঠানে জোন অধিনায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জ্ঞানোদয় বন বিহার কমিটির সভাপতি নিপুল বিকাশ খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এই সময় জোন কমান্ডার রাঙ্গামাটি রাজ বন বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞা লংকার মহাস্থবির, জ্ঞানোদয় বন বিহারের বিহারাধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবিরসহ বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক ভিক্ষু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রীসহ আর্থিক সহায়তা প্রদান করেন। জ্ঞানোদয় বন বিহার এর পরিচালনা কমিটি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জোন অধিনায়ককে প্রধান অতিথি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত হন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে জোন অধিনায়ক বলেন, মহালছড়ি জোনের লক্ষ্য একটাই তা হলো শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এর মহালছড়ি গড়ে তোলা । জোন অধিনায়ক সকলকে গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মহালছড়ি গড়ে তোলার লক্ষে এগিয়ে আসার আহবান জানান।
0 মন্তব্যসমূহ