গুইমারায় সামাজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা

মোঃ আবদুল আলী, গুইমারা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে গুইমারা সরকারি কলেজের হল রুমে BERCR  প্রকল্পের খাগগড়াছড়ি জেলার ক্যাপাসিটি বিল্ডিং অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন হেডম্যান এসোসিয়েশনের নেতা ত্রিদেব নারায়ণ ত্রিপুরা। এতে বক্তব্য রাখেন গুইমারা কলেজের শিক্ষক সানুমং মারমা, অক্ষয় মনি চাকমা গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন ERRD CHT UNDP উপজেলা ফ্যাসিলিটেটিং এপোসিয়েট অংক্যছেন মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। 

বক্তারা খাগড়াছড়ি জেলায় টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামজিক সংহতি ও দ্বন্দ নিরসন কল্পে চ্যালেন্জ এবং যুব ফোরাম ও সামাজিক নেতৃত্ব কিভাবে জনগোষ্ঠীর সামাজিক সংহতি টেকসই শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভমিকার রাখার অভিজ্ঞতা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারায় সামাজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা

মোঃ আবদুল আলী, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...