নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত রাখার লক্ষ্যে শান্তি-সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (রবিবার) সকালে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন এর সভাপতিত্বে মহালছড়ি বাস স্টেশনের মহেন্দ্র সমিতির কার্যালয়ে শান্তি-সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বাস স্টেশন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এসময় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সকলের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে কেউ গুজব ছড়াবেন না এবং এসবে কেউ কান দিবেন না। এছাড়াও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতিকারীদের রুখতে এবং আপনাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরার্মশ প্রদান করেন। উপস্থিত অন্যান্য বক্তারাও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

0 মন্তব্যসমূহ