আবদুল আলী, গুইমারা:
গুইমারা উপজেলা বিএনপির বিরোদ্ধে জামায়াত শিবিরের ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সোমবার বিকালে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলা উদ্দীন আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম টিপু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ন সাধারণ সম্পাদক সালমান হোসেন, সহ সভাপতি শেখ ইব্রাহিম, সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
বক্তাগন ক্ষোভ প্রকাশ করে জামায়াত শিবিরকে শুশিয়ার উচ্চারণ করে অপপ্রচার বন্ধের জন্য কঠিন হোসিয়ারী দেন এবং বিএনপির নেতাদের জড়িয়ে চাঁদাবাজির প্রমান করার জন্য চ্যালেন্স ছুড়ে দিয়ে ষড়যন্ত্র বন্ধের আহবান জানান। জামায়াতকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করা হবে বলেও ঘোষণা দেন।
0 মন্তব্যসমূহ