আবদুল আলী, গুইমারা:
গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান "মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেপটি দিবস ২০২৫" উদযাপন করা হয়েছে।
১ মে ২০২৫ সকালে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গুইমারা উপজেলা কার্যালয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা কার্যালয় থেকে শুরু করে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গুইমারা উপজেলা সম্প্রসারন কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মদ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, আবদুর রহিম মজুমদার সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মে দিবসের ইতিহাস স্মরন করে বলেন, মহান শ্রমিক দিবস বিশ্ব ইতিহাসে একটি গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ দিন। ১৮৮৬ সালের শিকাগোতে দৈনিক আট ঘন্টা কাজ এবং শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে ধর্মঘট এবং বিক্ষোভ পালন করা হয়। এবং এই বিক্ষোভে শ্রমিকদের উপর বোমাবর্ষনে কয়েকজন শ্রমিক হতাহত হয়। এবং এরপর থেকেই প্রতিবৎসর ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
0 মন্তব্যসমূহ