২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এবারে ঢাকা বোর্ডে পাসের হার ৯০.০৩%। রাজশাহী বোর্ডে ৮৫.৮৮%, কুমিল্লা বোর্ডে পাশের হার ৯১.২৮%, যশোরে ৯৫.৯২%, চট্গ্রামে ৮৭.৫৩%, বরিশালে ৮৯.৬১%, সিলেট ৭৮.৮২%, দিনাজপুরে ৮১.১৬%, রংপুর বোর্ডে ও ময়মনসিংহে ৮৯.০২% ভাগ।
জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ৫ হাজার ৭৬২।

1 মন্তব্যসমূহ
ssc resualt ling
উত্তরমুছুন