খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ ভর্তি পরীক্ষার রেজাল্ট




গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।


২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল নিচে দেখুনঃ


নার্সারি শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর : ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ১০, ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ১০০২ = ৩৮ জন


নার্সারি শ্রেণি (ইংরেজি ভার্সন)

নির্বাচিত রোল নম্বর: ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ২০০১, ২০০২, ২০০৩ = ১৮ জন


কেজি শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর: ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ১০,

১২, ১৩, ১৫, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৮ = ১৮ জন

অপেক্ষমান: ০৯, ১১, ১৪, ১৯, ২৪, ২৯, ৩০০১= ০৭জন

কেজি শ্রেণি (ইংরেজি ভার্সন) নির্বাচিত রোল নম্বর: ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮ = ০৭ জন।


প্রথম শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর: ০২, ০৩, ০৪, ০৫, ০৭, ০৮, ১১, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ৫০০১ =

১৮ জন


দ্বিতীয় শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর: ০৫, ০৮, ১৪ = ০৩ জন

অপেক্ষমান: ০২, ০৪, ০৬, ০৯, ১২ = ০৫ জন

দ্বিতীয় শ্রেণি (ইংরেজি ভার্সন) নির্বাচিত রোল নম্বর: ০১, ০২ = ০২ জন


তৃতীয় শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর: ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭,০৮, ০৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ৯০০১ = ২৫ জন


চতুর্থ শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর : ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১৪, ১৫, ১৬, ১৭ = ১৪ জন 

পঞ্চম শ্রেণি (বাংলা ভার্সন)

নির্বাচিত রোল নম্বর : ০৫, ০৬, ১৫ = ০৩ জন

অপেক্ষমান: ১৩, ১৬, ১৭ = ০৩ জন


ষষ্ঠ শ্রেণি

নির্বাচিত রোল নম্বর : ০১, ০৪, ০৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ৩৩, ৩৪, ৩৭, ৪৩, ৪৫, ৪৬, ৪৯, ৫০, ৫৪, ৫৫, ৫৮, ৬২, ৬৪, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭৪, ৮৫, ৮৭, ৮৮, ৯০, ৯১, ৯৩, ৯৪, ৯৫, ১০১, ১০৪, ১১০, ১১২, ১১৩, ১১৫, ১১৭, ১২৪, ১২৯, ১৩০, ১৩০০৪, ১৩০০৫, ১৩০০৭, ১৩০০৮, ১৩০১০, ১৩০১৯, ১৩০২১, ১৩০২২, ১৩০২৩ = ৬০ জন

অপেক্ষমান: ০৫, ২২, ২৭, ৩০, ৩৬, ৪৭, ৪৮, ৫১, ৫৯, ৬১, ৬৭, ৮২, ৮৩, ৮৬, ৯৮, ১০০, ১০৩, ১১১, ১৩০১২, ১৩০১৩, ১৩০১৫ = ২১ জন।


সপ্তম শ্রেণি

নির্বাচিত রোল নম্বর : ০৪, ১২, ১৩, ২৭, ৩৬ = ০৫ জন অপেক্ষমান: ০২, ০৫, ১৬, ৩৫, ১৪০০৪, ১৪০০৮ = ০৬ জন।


অষ্টম শ্রেণি

নির্বাচিত রোল নম্বর : ০১, ১০, ১২, ২৯, ৩৪ = ০৫ জন

অপেক্ষমান: ০২, ০৩, ০৪, ০৬, ০৭, ১৩, ১৫, ১৮, ১৯, ২৩, ২৪, ২৭, ৩০, ৩৮, ৪০, ১৫০০১, ১৫০০৩, ১৫০০৪, ১৫০০৬ = ১৯ জন


নবম শ্রেণি

নির্বাচিত রোল নম্বর : ০২, ০৩, ০৪, ০৮, ১০, ১৪, ১৫, ১৮, ১৯, ২০, ২২, ২৫, ২৭, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৪, ৩৫, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৪৮, ৫২, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬৪, ১৬০০৪, ১৬০০৫, ১৬০০৬, ১৬০০৮ = ৩৮ জন

অপেক্ষমান: ০১, ০৫, ০৬, ০৯, ১১, ১২, ১৩, ১৬, ২৬, ২৮, ৩৩, ৩৬, ৬২, ৬৩, ৬৫, ৪৯, ৫১, ৫৩, ১৬০০৯ = ১৯ জন।



ভর্তি নির্দেশিকাঃ


১। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়: ২০/১২/২০২২ থেকে ২৬/১২/২০২২ পর্যন্ত।

২। অপেক্ষমান তালিকা হতে ভর্তি : ২৭/১২/২০২২ থেকে ২৯/১২/2022।

৩। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (রকেট, নগদ, ট্যাপ ও বিকাশ) এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে হবে। (প্রতিষ্ঠানের হিসাব শাখা থেকে আইডি সংগ্রহ করতে হবে)।

8। জন্ম নিবন্ধন ও রক্তের গ্রুপের সনদ (যারা আগে জমা করেনি)। 

৫। সামরিক প্রত্যয়নপত্র (যারা আগে জমা করেনি)।

৬। ৯ম শ্রেণির জন্য ৮ম শ্রেণির রেজিঃ কার্ড ফটোকপি জমা দিতে হবে।

৭। কেজি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী বিদ্যালয়ের ছাড়পত্র জমা দিতে হবে।

৮। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: 02333343526

৯। ছাত্রাবাসে সিট বরাদ্দ পাওয়ার জন্য ভর্তির সময় নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

১০। নবম শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ পাওয়ার ক্ষেত্রে আগামী ০৪/০১/২০২৩ তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার বিষয়সমূহ: ইংরেজি, গণিত ও বিজ্ঞান।

১১। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ২০/১২/২০২২ তারিখ থেকে ২৬/১২/২০২২ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...