।।মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উৎসব পালিত হচ্ছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় মহালছড়ি কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ঈমামতি করেন মহালছড়ি উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তারেক মোঃ সাইফুল্লাহ । জামাতে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলার সাংবাদিক ,গণমাধ্যমের কর্মীরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লিরা এসময় সবাই কাতার বন্দি হয়ে একসাথে ঈদের জামাত আদায় করেন।
মাওলানা মোঃ বোরহান উদ্দিনের ইমামতিতে উপজেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহালছড়ি ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে।
মোনাজাতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষা ও মঙ্গল কামনা করে দোয়া করেন সমবেত মুসল্লীরা।
নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা ও পাহাড়ে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির জন্য আল্লাহ্'র নিকট প্রার্থনা করা হয়।
জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ।
এছাড়া উপজেলার ৩টি ইউনিয়নের ২১টি ঈদগাহে ও মসজিদে এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
0 মন্তব্যসমূহ