মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:
খাগড়াছড়ির অন্যতম উপজেলা, মহালছড়ি। প্রাকৃতিক সৌন্দর্য এবং বনজ সম্পদে পরিপূর্ণ, নদী-নালা, ঝর্ণা পরিবেষ্টিত একটি স্বয়ংসম্পূর্ণ জনপদ হলেও খাগড়াছড়ির অন্যান্য উপজেলার তুলনায় শিক্ষা প্রসারের দিক দিয়ে অনেকাংশেই পিছিয়ে।
মহালছড়ি উপজেলার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আসিফ ব্যক্তিগত উদ্যোগে গত সাত ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত চৌদ্দদিন ব্যাপী অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থীর মাঝে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে, একটি কর্মশালা সমাপ্ত করেন।
চৌদ্দদিন ব্যাপি এই শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল - পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে পরিচয় পর্ব, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে বিস্তারিত আলোচনা, ভর্তি পরীক্ষার নানাবিধ দিক, বিসিএস নিয়ে সামগ্রিক ধারণা। এছাড়াও, উচ্চশিক্ষার জন্য বিদেশে স্কলারশিপের জন্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা।
হঠাৎ মহালছড়ি উপজেলায় এই ব্যাতিক্রমী উদ্যোগের সূচনা সম্পর্কে জানতে চাইলে, আবু আসিফ জানান," শিক্ষাজীবনের শুরু থেকেই, মহালছড়ি উপজেলার শিক্ষার্থীরা নানান প্রতিকূলতার সম্মুখীন হয়। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা মহালছড়ির শিক্ষার্থীরা খুব বেশি দূর আগাতে পারি না। বেশিরভাগ শিক্ষার্থীই উচ্চশিক্ষার সুবাস টুকু পর্যন্ত পায় না।
মহালছড়ির হাতে গোণা দুয়েকজন শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তাদের মধ্যে আমিও একজন হওয়ায় মহালছড়ির প্রতি আমার দায়বদ্ধতা সীমাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একদম শুরুর দিন থেকেই আমি ভাবতে থাকি কেনো মহালছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত অল্প সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়, কিভাবে আমি এই সংখ্যা বৃদ্ধিতে কাজ করতে পারি! সেই থেকে একটা দিনও বাদ যায় নাই, যে আমি এই বিষয়ে ভাবি নাই।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে মহালছড়ি থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের নিয়ে শুরু করি,"মহালছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন"।
মহালছড়ি স্টুডেন্টস এসোসিয়েশনের তরফ হতে, মহালছড়ির তিন টি সনামধন্য উচ্চ বিদ্যালয়ে, উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতা মূলক তিন টি সেমিনারের আয়োজন করি। যে সেমিনার গুলোই শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সাথে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মতবিনিময় করি এবং উচ্চশিক্ষার নানাবিধ তথ্যাদি তুলে ধরি।
এছাড়া, "মহালছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন" এর একটি ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপ খুলে অনলাইনেও কার্যক্রম পরিচালনা করে আসছি।
এবারের চৌদ্দদিন ব্যাপী কার্যক্রমের শুরুর চিন্তা টা দীর্ঘদিন যাবৎ করে আসছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুবান্ধব, বড়ভাইদের সাথে এই নিয়ে কয়েকদফা আলোচনা করে একটি কর্মসূচি সাজিয়ে ফেলি।মহালছড়ি উপজেলার শিক্ষার প্রসারে আমার উৎসাহ দেখে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরামর্শ দিয়ে পাশে থেকেছে। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী মহালছড়ি এসে সরাসরি এসে তিনদিন বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেছে। সবার সম্মিলিত প্রয়াসেই আসলে চৌদ্দদিন ব্যাপি এই আয়োজন সম্ভব হয়েছে।"
শিক্ষার্থীদের মাঝে কেমন সাড়া পেয়েছেন, তা জানতে চাইলে আবু আসিফ জানান," অভূতপূর্ব সাড়া পেয়েছি,আমাদের মহালছড়ির শিক্ষার্থীদের জ্ঞানের তৃষ্ণার তীব্রতা দেখে অভিভূত হয়েছি বারংবার। এই অল্প সময়ের মধ্যেই তারা উচ্চশিক্ষার স্বপ্নকে বুকে ধারণ করেছে। শিক্ষার্থীদের এত আগ্রহ পাব,কল্পনাও করি নি।তাদের একাগ্রতা দেখে নতুন আশা পেয়েছি।"
আবু আসিফের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন,"আসলে, সবে মাত্র শুরু করেছি।মহালছড়ি তে উচ্চশিক্ষার প্রসারে আরো অনেক কাজ করে যেতে হবে। আমি শুরু করে গেলাম,যতদিন বেঁচে থাকি,কাজ করে যাব। আমার নিজের পড়ালেখা এখনো শেষ হয় নি, তবুও, প্রতিবার ছুটিতে যতবারই আসি না কেনো, ততবারই এমন উদ্যোগ নিতেই থাকব"
মহালছড়ি এলাকাবাসীর কেমন সহায়তা পেয়েছেন,তা জানতে চাইলে জানান,"মহালছড়ির সচেতন জনগণদের পরামর্শ এবং অনুপ্রেরণা ব্যাতিত এই উদ্যোগ কখনো সফল হতো না। বিশেষ করে মহালছড়ি উপজেলা ছাত্রদল সভাপতি হেলাল ভাইয়ের সার্বক্ষণিক সহায়তা এবং আমার শিক্ষক অংশুমান স্যার, রুমিলা ম্যামের অনুপ্রেরণা পেয়েছি।
এছাড়াও, আমার বিশ্বাস মহালছড়ির আপামর জনতার সহায়তা পেলে,আগামীতে এমন উদ্যোগের পরিসর আরো অনেক বিস্তৃত হবে।
1 মন্তব্যসমূহ
অবহেলিত মহালছড়ির ভালো কোনো খবর দেখতে পেলে খুবই আনন্দিত হয়।ধন্যবাদ দৈনিক মহালছড়ি বার্তা।
উত্তরমুছুন