মহালছড়ি উপজেলায় এখনো শুরু হয়নি মডেল মসজিদের নির্মাণ কাজ

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি:

সারা বাংলাদেশে ৩’শ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার কথা থাকলেও খাগড়াছড়ি জেলা প্রাচীন উপজেলা মহালছড়ি উপজেলায় মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়নি। কবে থেকে শুরু হবে তা নিয়ে সাধারণ মুসল্লীদের মাঝে গুঞ্জন। 

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি সরকারিভাবে উপজেলা কমপ্লেক্সের সামনে বা আশেপাশের কোনো স্থানে হওয়ার কথা থাকলেও, মহালছড়িতে স্থান নির্ধারণ করা হয় কুমিল্লা টিলা গ্রামের সামনে উপজেলা মুল সড়কের সাথে পরিত্যক্ত  জায়গায়। কিন্তু  মসজিদের কাজ এখনো শুরু হয়নি। 

২০২২ সালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ঘোষণা করলে  কাগজ পত্র বাস্তবায়ন হয়ে আসার পরে দেখা যায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের যে পরিমাণ জায়গা প্রয়োজন তাতে করে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আরো জায়গার প্রয়োজন। ফলে পাশেই থাকা মসজিদের সাথে খাদ ভরাট আগ্রহ প্রকাশ করেন কেন্দ্রীয় মসজিদ কমিটি। তাতেও আপত্তি দেন মডেল মসজিদের নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বক্তব্য হলো ভরাট কর্তৃক ভূমিতে বহুতল ভবনের পাইলিং সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে উপজেলা মডেল মসজিদের নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তারা মহালছড়ি প্রবেশ মুখে কুমিল্লা টিলা সামনে পরিত্যক্ত জায়গা মডেল মসজিদ নির্মাণ আগ্রহ প্রকাশ করলে ও আজ অবদি ঐ জমিতে মসজিদ নির্মাণের কাজ দৃশ্যমান হয়নি। এতে মহালছড়ি উপজেলার সাধারণ জনগণ ও মুসল্লিদের চাপা ক্ষোভ বিরাজ  করছে ।

এই বিষয়ে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের আহ্বায়ক মোহাম্মদ আলী  বলেন,  আমার উপজেলায় একটি মডেল মসজিদ হোক তা যে স্থানে হোক না কেন তা উপজেলাবাসি অতি শীঘ্রই বাস্তবায়ন চাই।

এই বিষয়ে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন অতীতে মহালছড়িতে  দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব অভাবের কারণে মডেল মসজিদের নির্মাণ কাজ হয়নি। অতিশীঘ্রই আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...