উত্তম চাকমা, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি মিলনপুর বনবিহারে মাসব্যাপি আকাশ প্রদীপ প্রজ্বলন 'র সমাপনী ও স্থবির ভরণ পূণ্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শ্রাবক বুদ্ধ অনুশাসিত মিলনপুর বনবিহারে মাসব্যাপি চুলা মনি চৈত্যর কেশ ধাতুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ প্রজ্বলন ও স্হবির ভরণ অনুষ্ঠানে ত্রিশরন ও পঞ্চশীল প্রার্থনা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিন্ড দান, আকাশ প্রদীপ দান, ৮৪ হাজার প্রদীপ দান ও আকাশ প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন দানীয় বস্তু দান করা হয়।
মহতি পূণ্যানুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বেবি চাকমা ও তন্নি খীসা, মাসব্যাপি হয়ে যাওয়া আকাশ প্রদীপ প্রজ্বলন সমাপনী ও স্থবির ভরণ অনুষ্ঠানে ভিক্ষুসংঘকে ফুল দিয়ে ভরন করে নেন লালন বিহারি চাকমা। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনায় ছিলেন সহকারী শিক্ষক সুশময় চাকমা, শ্রদ্ধেয় জ্ঞান ছদক ভিক্ষুকে ক্রেস দিয়ে স্থবির ভরণ করেন মিলনপুর বনবিহারে সভাপতি দেবব্রত চাকমা।
এই সময় উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন মিলনপুর বনবিহারে অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য ভিক্ষু, জ্ঞান ছদক ভিক্ষু, বোধিপ্রিয় ভিক্ষু, মুবাছড়ি বনবিহারে অধ্যক্ষ সুমনাতিষ্য ভিক্ষুসহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ । উক্ত মহতি পূন্যানুষ্ঠানে অত্র বিহারে সভাপতি দেবব্রত চাকমা, সাধারন সম্পাদক নীল রঞ্জন চাকমা, মুবাছড়ি ইউনিয়নে ইউপি সদস্য ৫/৬নং ওয়ার্ডের রিপন চাকমা ও যুদ্ধ রঞ্জন চাকমাসহ মিলনপুর বনবিহারে এলাকাবাসী, বিভিন্ন গ্রামের কার্বারী ও দায়ক- দায়িকারা উপস্থিত ছিলেন।
স্হবির ভরণ (সন্মাননা) অনুষ্ঠানে জ্ঞান ছদক ভিক্ষু স্বধর্ম দেশনায় মিলনপুর বনবিহারে এলাকাবাসীর উদ্দেশ্য বলেন ভিক্ষুরা জীবনের দশ ওয়া মানেই (দশ বর্ষাবাস) দশটা বছর পুর্ণ অর্জন করেন স্হবির লাভ করেন। ভিক্ষু জীবনে যে পূর্ণ্য অর্জন করেছেন সবাইকে পূণ্যরাশি দান করেছেন। তিনি দায়ক - দায়িকাদের পঞ্চশীল (পাঁচটা নীতি) পালনের দিক নিদের্শনা দেন।
0 মন্তব্যসমূহ