মহালছড়িতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

 


মিল্টন চাকমা (কলিন), মহালছড়িঃ "পুলিশই জনতা জনতাই পুলিশ' এই স্লোগানে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে সোমবার মহালছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে কলেজ এর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত  হয়।

সভায় মহালছড়ি সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মোঃ নাইমুল হক  (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, কমিউনিটি পুলিশিং, মহালছড়ি এর সভাপতি শাহজাহান পাটোয়ারী সহ সরকারি কলেজ এর কর্মকর্তা,কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।



সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুক, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...