রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন 'পূর্বাচল নতুন শহর' প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদে সর্বসাকুল্য বেতনে নিম্নলিখিত পদে সরকারী বিধি মোতাবেক চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। নিম্নে পদ অনুযায়ী প্রয়োজনীয় নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবরণ উল্লেখ করা হলঃ





শর্তাবলীঃ

১। রাজউকের ওয়েবসাইট (www.rajuk.gov.bd) হতে ডাউনলোডকৃত ফরম যথাযথভাবে পূরণ পূর্বক, আগামী ১০/০১/২০২৩ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক, পূর্বাচল নতুন শহর প্রকল্প, রাজউক এনেক্স ভবন (৮ম তলা), রাজউক ভবন, মতিবিল, দিলকুশা, ঢাকা-১০০০ বরাবরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন আবেদন গ্রহন করা হবে না।

২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদগুলো সম্পূর্ন অস্থায়ী সাকুল্য বেতনে চুক্তি ভিত্তিক এবং প্রকল্প মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণের নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তাদের রাজউকের মূল সাংগঠনিক কাঠামোর রাজস্ব পদে জারীকরণের কোন সুযোগ নেই। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যোগদানকালে ৩০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে প্রকল্প মেয়াদ শেষে রাজউকের মূল সাংগঠনিক কাঠামোর রাজস্ব পদে স্থায়ীকরণের জন্য আবেদন, আপত্তি কিংবা আইন আদালতের আশ্রয় নিতে পারবেন না মর্মে অঙ্গীকারনামা/হলফনামা প্রদান করতে হবে।

৩। এই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক চুক্তিভিত্তিক বর্ণিত পদগুলির কর্মস্থল হবে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প দপ্তর, প্রকল্পের সাইট অফিস ও প্রকল্প এলাকা। প্রকল্প কার্যালয়ের অর্পিত দায়িত্ব ও কাজের মান (Performance) সন্তোষজনক না হলে চেয়ারম্যান, রাজউক এর অনুমোদনক্রমে প্রকল্প পরিচালক ০১ (এক) মাসের নোটিশ প্রদান করে প্রকল্পে নিয়োজিত জনবলের চুক্তি বাতিল করতে পারবে।

৪। নির্ধারিত পদের বিপরীতে প্রদর্শিত মোট সাকুল্য বেতন নিয়োগ চুক্তি সম্পাদনের তারিখ হতে বলবৎ হবে। ৫। নির্ধারিত পদের বিপরীতে প্রদর্শিত মোট সাকুল্য বেতন ও উৎসব ভাতাদি সরকারী বিধি বিধান অনুযায়ী পরিবর্তিত হলে তা বিধি বিধান অনুযায়ী সমন্বয় করা হবে।

৬। আবেদনের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি রঙিন ছবি, 'চেয়ারম্যান, রাজউক, ঢাকা' এর অনুকূলে ৫০০ (পাঁচ শত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (যা অফেরতযোগ্য) আবেদনের সাথে প্রদান করতে হবে। প্রবেশ পত্র প্রেরনের জন্য আবেদনকারীর নামসহ ও পত্র যোগাযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা), পদের নাম ও নিজ জেলা ও বিভাগের নাম লেখা ১০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেট সংযুক্ত আনুমানিক ১০-৪.৫" মাপের একটি ফেরত খাম এবং 'নমুনা অনুযায়ী ' (ডাউনলোডকৃত) প্রবেশ প্রত্রের ০২ (দুই) কপি (যার ডান পার্শ্বের সম্পূর্ণ অংশ প্রার্থী কর্তৃক স্বহস্তে পুরন করে আবেদনের সাথে সংযুক্ত করে (আঠা দিয়ে লাগানো ছবিসহ) আবেদনের সাথে প্রদান করতে হবে। এছাড়া অন্যকোন কাগজপত্র দাখিলের প্রয়োজন নেই। তবে লিখিত পরীক্ষায় উত্তীনের পর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং ০১ (এক) সেট ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে-

(ক) সকল শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার মূল/সাময়িক সনদের কপি। (খ) জাতীয় পরিচয় পত্রের কপি। এছাড়াও আবেদনের সময় খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

৭। বয়সের ঊর্ধ্বসীমা ছকে বর্ণিত বয়সসীমা অনুসরনীয়। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহনযোগ্য নয়। প্রার্থী কোন সরকারী/আধা সরসকারী/স্বায়ত্বশাসিত/অনুমোদিত কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৮। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ন আবেদন কোন কারন দর্শানো ব্যাতিরেকেই বাতিল বলে বিবেচিত হবে। এ ছাড়া কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমানিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশ পত্র প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...