বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যাস্ত জেলা সমাজসেবা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

 




বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যাস্ত জেলা সমাজসেবা বিভাগ, বান্দরবান, এর বিভিন্ন ক্যাটাগরির ৩য় ও ৪র্থ শ্রেণির নিম্মোক্ত ২৩টি শূন্য পদের ১০% সংরক্ষণকরত অবশিষ্ট পদ সমূহের বিপরীতে জনবল নিয়োগের নির্মিত বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা ও যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।


শর্তাবলীঃ- 

১। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধি বিধান প্রতিপালিত হবে।

২। আগামী ১৯/০১/২০২৩ খ্রীঃ তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর বহিতে লিখিত সরকারি চাকরি আবেদন ফরমে পূরণকৃত আবেদন সরাসরি ডাকযোগে দাখিল করতে হবে। নির্ধারিত সময় ও তারিখের পর ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা যাবে না।

৩। আবেদনপত্রে স্পষ্টাক্ষরে (ক) আবেদনকারীর নাম (বাংলা ও ইংরেজী) (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) বর্তমান ঠিকানা/ যোগাযোগ ঠিকানা (৫) পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা (চ) বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা কি-না (সনদ আছে নাই) (5) শিক্ষাগত যোগ্যতা (জ) অভিজ্ঞতা (ঝ) জন্ম তারিখ (ঞ) বয়স (ট) লিঙ্গ (ঠ) ধর্ম (ড) জাতীয়তা (5) বৈবাহিক অবস্থা (গ) মোবাইল নম্বর (ড) জাতীয় পরিচয়পত্র নং (খ) জন্ম নিবন্ধন নং () ই মেইল ঠিকানা (যদি থাকে) (ধ) আবেদনকৃত পদের বিপরীতে অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করতে হবে। 

আরো চাকরির খবর জানতে এখানে ক্লিক করুন


৪। শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত-বোমাং সার্কেল চীফ / জেলা প্রশাসক প্রদত্ত সনদ থাকতে হবে। বিভিন্ন পদে আবেদনকারীদের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার বজায় থাকবে।

৫। আবেদনের সাথে “চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর অনুকূলে সরকার কর্তৃক অনুমোদিত যে কোন তফসীলি ব্যাংক হতে ১নং পদের ক্ষেত্রে ৩০০/-(তিনশত), ২নং হতে ৬নং পদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) এবং ৭নং হতে ৯নং পদের ক্ষেত্রে ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পরীক্ষার ফি বাবদ (অফেরত যোগ্য) জমা দিতে হবে। পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

৬। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙিন ছবি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত), ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং প্রয়োজনীয় সকল সনদের (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত) ছায়ালিপি দাখিল করতে হবে।

৭। সরকারি চাকুরিতে কর্মরত। বিভাগীয় প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহন যোগ্য নয়। 

৮। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৯। অসম্পূর্ণ এবং ত্রুটিমুক্ত আবেদপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 

১০। যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্তমান ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে।

১১। (*) আবেদনকারীর বয়স ১৯/০১/২০২৩ খ্রিঃ তারিখে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর হতে হবে তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এর স্মারক নং 0.00.0000.0.11.017.2, ১৪৯ তারিখ: ২২/০৯/২০১২ খ্রিঃ মূলে জারীকৃত পত্র অনুসারে ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 

১২। (*) বিভাগীয় প্রার্থীদের জন্য প্রযোজ্য - ০২নং পদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বৎসর এবং ০১, ৩৩, ৩৪, ৩ ও ০৬নং পদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য (যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে)।

১৩। খামের উপর পদের নাম আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

১৪। নিয়োগ বিজ্ঞাপ্তি জেলা পরিষদ এর ওয়েবসাইট www.bhdc.gov.bd এবং জেলা সমাজসেবা কার্যালয় এর ওয়েব সাইট www.dss.bandarban.gov.bd তে পাওয়া যাবে। ১৫। বিশেষ পরিস্থিতিতে অনিবার্য কারণে যেকোন সময় বর্ণিত পদ কমবেশি হওয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং বিজ্ঞাপ্তিতে প্রকাশিত পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করণের ক্ষমতাও নিয়োগকারী কর্তৃপক্ষ করেন।

১৬। নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সকল পর্যায়ের তারিখ পরবর্তীতে জানানো হবে, যা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর ওয়েব সাইট ও জেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েব সাইট এ যথাসময়ে প্রকাশ করা হবে।

১৭। প্রয়োজনবোধে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে যে কোন তথ্য জানার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবানে যোগাযোগ করা যেতে পারে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...