শান্তিপুর অরণ্য কুটিরে মহাথের সংবর্ধনা ও ত্রিপিটক পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ২৫তম সীবলী মহাথের পূজা উপলক্ষে মহাথের অভিধায় উত্তীর্ণ পূজনীয় ভিক্ষুগণের মহাথের সংবর্ধনা এবং ত্রিপিটক পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকালে অরণ্য কুটির প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিপুর অরণ্য কুটিরের সহ-সভাপতি অসেতু বিকাশ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির, অধ্যক্ষ, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে পিন্ডদান, বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল গ্রহণ, প্রাণী দান, হাজার প্রদীপ দান, মহাথের বরণসহ শ্রদ্ধার্ঘ্য ও ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে ত্রিপিটক পাঠ প্রতিযোগিতায় কৃতকার্য ফ্রাইডে স্কুলের ধর্মীয় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনে শান্তিপুর অরণ্য কুটিরের পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ, অষ্টশীল পালনকারী, বিভিন্ন উপাসনালয়ের ভান্তে, উপাসক-উপাসিকা এবং ফ্রাইডে স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ধর্মোপদেশ ও আশীর্বাদ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদে...