মহালছড়ি উপজেলায় বাংলাদেশ স্কাউটস’র কাব কার্ণিভাল-২০২৫

দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়িঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস’র কাব কর্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩জুন সোমবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কাব কার্ণিভাল উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ সভাপতি মোঃ আবু রায়হান।

প্রথমে জাতীয় পতাকা ও বাংলাদেশ স্কাউটস এর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কার্ণিভালের আনুষ্ঠিকতা শুরু করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা শিক্ষা অফিসার, মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক দীপক সেনসহ অন্যান্য কাব লিডারগণ।

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মহালছড়ি উপজেলা স্কাউটস এর আয়োজনে এবং চট্টগ্রাম বিভাগীয় স্কাউটস কমিশনার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জয়নাল স্যার এর তত্ত্বাবধানে ও পরিচালনায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা কাব কার্ণিভালে উপজেলার  ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্য/সদস্যা এবং প্রধান শিক্ষকগণ
কার্ণিভালে অংশগ্রহণ করেন। শুরুতে মহালছড়ি স্কাউটস লিডার শিক্ষীকা জসি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি মোঃ আবু রায়হান কে এরপর একে একে অন্যান্য
অতিথিদের স্কাউটস স্কার্ফ পরিধান করান উপজেলা ও অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের কাব লিডারগণ।

দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কার্ণিভারৈর ধারাবাহিক
অনুষ্ঠান শুরু হয়ে দিনভর নানা অনুষ্ঠানের শেষে বিকেলে সভাপতির সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে কার্ণিভালের পরিসমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...