পানছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

 


স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে পানছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা স্থানীয় হাট বাজার ব্যবস্থাপনা সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধগতির দাম নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং, সীমান্ত নিরাপত্তা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া বিষয়ে সতর্কতা বৃদ্ধি করন, বিদ্যুৎ বিভাগের অনিয়ম, শিক্ষার মান উন্নয়ন কল্পে শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ভূমিকা, অটোরিকসা ও সিএনজি-র বেপরোয়া ভাড়া বৃদ্ধি সহ সামগ্রিক  বিষয় তুলে ধরেন।

সভায়  উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ সংশ্লিষ্ট বিভাগ সমুহকে ব্যবস্থা গ্রহনের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আরো সচেতন হওয়ার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপাপ্ত) এডিন চাকমা, ০৩ বিজিবি'র নায়েব সুবেদার জসিম উদদীন, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, ভুমিধর রোয়াজা, উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ,উপজেলা জামায়াতে ইসলামি-র  সভাপতি মোঃ জাকির হোসেন, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হাসেম, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...