খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি চৌংড়াছড়িতে গর্ভবতী মা, কিশোরী ও সাধারণ রোগীদের মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিলো গ্রীন হিল । জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিল আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা
এ সময় তিনি বলেন নারী, কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ু ক্যান্সারসহ বড় কোন ধরনের কোন রোগ না হয়, সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান।
শুধু তাই নয় সবাই যেন সরকারী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সরকারী সেবা নেন সে বিষয়ে পরামর্শ দেন।
মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ডাঃ উনুচিং মারমা, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ তাজুল ইসলাম, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডাঃ সুইউক্রই মারমা। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় । উল্লেখ্য, বিগত জুলাই-আগষ্টে বন্যার পরবর্তী খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামের২১টি মোবাইল ক্যাম্পের মাধ্যেমে প্রায় তিন হাজার গর্ভবতী মা, শিশু, কিশোরী ও সাধারণ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দিলো গ্রীন হিল।
0 মন্তব্যসমূহ