পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি : 

জেলার পানছড়িতে শান্তিপুর অরণ্য কুটিরে ব্যাপক আয়োজনে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী উৎসব ও বৈশাখী পুর্ণিমা উদযাপন করা হয়েছে।

২৪ তম শুভ বৌদ্ধ  পুর্ণিমা  উদযাপনে প্রধান অতিথি হিসাবে জেলার ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির উপস্থিত  ছিলেন। 

গৌতম বুদ্ধের জীবনের ত্রি-স্মৃতি বিজড়িত ২৪ তম শুভ বৌদ্ধ পুর্ণিমা /বৈশাখী পূর্ণিমায় প্রধান অতিথি  সহ শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের আবাসিক প্রধান শ্রীমৎ চন্দন কীর্তি মহাস্থবিরগন ধর্ম দেশনা প্রদান করেন। 

১১ মে (রবিবার) সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন  ও ফানুস  বাতি উড়িয়ে  বৌদ্ধ  পুর্ণিমার শুভ কার্যক্রম শুরু হয়। ১২ মে ২০২৫  সোমবার ভোরে শ্রামনসঙ্ঘ ও অষ্টশীল পালনকারীদের প্রাত: পিন্ডদান,  বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে  ২য় দিনের কার্যক্রম শুরু হয়। এ সময়  বুদ্ধ বন্দনা, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ এবং উৎসর্গ করা সহ  জাগতিক সকলের ভালো ও মঙ্গল কামনা করা হয়। 

আয়ন চাকমা মুকুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির উপদেষ্টা কমিটির প্রধান অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা,  সম্পাদক সুব্রত চাকমা,  রূপেন চাকমা প্রমুখ সহ দায়ক দায়িকা উপাসক উপাসিকা গন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গৌতম বুদ্ধের জীবনে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। জন্ম-বুদ্ধত্ত্ব-নির্বাণ প্রাপ্ত করায় এই তিন স্মৃতির কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট গৌতম বুদ্ধের বৈশাখী পূর্ণিমা তিথিকে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী তিথি হিসেবে আখ্যায়িত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...