আবদুল আলী, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা কমিটির সভাপতি মো: ইউচুপ এর সভাপতিত্বে এবং রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। এবং বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ও ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারনে নামাজ বা কোরআন পড়তে পারে না। তাই শিশুকাল থেকেই বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে একটি ভিত্তি গড়ে উঠবে। যা তারা কখনো ভুলবে না। এ ছাড়া ও তারা বলেন, আজকে শিশু আগামি দিনের ভবিষৎ। তাই তাদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক থেকে দুরে রাখতে হবে।
পরিশেষে মাদ্রাসার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা লোকমান সাহেব দেশ জাতীর কল্যান কামনা করে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।
0 মন্তব্যসমূহ