মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: :  

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন (৫০)কে আটক করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারায় মহালছড়ি থানায় একটি মামলা হয়। ।  মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।  বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে  চট্টগ্রাম র‍্যাব ৭ এর সহযোগিতায় মহালছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে  চট্টগ্রাম কতোয়ালী মোড় এলাকা থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। 

আটকের বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে  খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

তারুন্যের উৎসব উপলক্ষে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: তারুন্যের উৎসব উপলক্ষে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার  উদ্যোগে   বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ...