নিজস্ব প্রতিনিধি:
জেলার পানছড়িতে ১৭ ডিসেম্বর থেকে ১৬ টি ফুটবল টিমের অংশ গ্রহনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। ফাইনাল খেলায় বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি ও বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ অংশ গ্রহনের মধ্য দিয়ে শেষ হলো। এতে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিলো বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ।
৬ জানুয়ারী ২০২৫ সোমবার বিকালে উপজেলা পরিষদ মাঠে পানছড়ি ফুটবল এসোসিয়েশন আয়োজিত
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়া উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রাণার্স আপ সহ সেরা গোলকিপার সেরা খেলোয়ারদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রামের ৫-৬ হাজার ক্রীড়ামোদীদের সাথে উপস্থিত ছিলেন.খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সংম্পাদক এম এন আনছার,পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ,জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি মংগ্রাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, এডভোকেট আঃ মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি, আহসান উল্ল্যাহ মিলন, প্রচার সম্পাদক মোঃ হোসেন বাবু, জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন , জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, ইউপি চেয়ারম্যান গন সহ জেলা উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
প্রধান অতিথি ট্রফি ও পুরস্কার বিতরনের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলা শিশু কিশোর ,প্রমিলা ও যুবদের মানসিক ও শারিরীক প্রশান্তি দেয় । এতে কিশোর ও যুব সমাজ বাজে কাজে জড়িত হতে পারে না। ঠিক তেমনি সাধারণ মানুষ ও খেলা উপভোগ করেন। বর্তমানে এই রকম খেলা আয়োজন অত্যন্ত প্রয়োজন। ফুটবল খেলার আয়োজনের কারণে সম্প্রীতি ও শৃঙ্খলার সুঘ্রাণ পাচ্ছেন এলাকাবাসী। এত মানূষ খেলা উপভোগ করতে এসেছে দেখে আমি আনন্দিত।
সন্ধ্যায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ