স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চৌংড়াছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলার সকল মারমা মহিলা সমিতির আয়োজনে চেংঞাং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সদস্য বঙ্গমিত্র চাকমা, মহালছড়ি উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, মংচোপ্রু মারমা, জেলা মহিলা সমিতির নেত্রী ববি মারমা, মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংনু মারমা, শিক্ষক উনুমং মারমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা মহিলা বিএনপি সভাপতি মণি বেগম। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহন করেন।
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশী পিছিয়ে থাকা জনগোষ্ঠির মধ্যে মারমা জনগোষ্ঠির নারীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধভাবে প্রতিটি গ্রামে সমিতি গঠনের মাধ্যমে সমাজের জন্য ও দেশের উন্নয়নের জন্য নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় যাবত নারীদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। পিছিয়ে থাকার আর কোন সুযোগ নেই জানিয়ে তিনি প্রতিটি মারমা গ্রামে নারীদের ঐক্যবদ্ধ হয়ে সমিতি গঠনের হওয়ার জানান।
আলোচনা শেষে ১০১ জন সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদে চেংঞাং মারমা সভাপতি, সাউমা মারমা সাধারন সম্পাদক ও এনুচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ