খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ির সদরের আপার পেরাছড়া রিবেং যুব ক্লাবের উদ্যোগে ও চাঙমা সাহিত্য বাহ্ এর সহযোগীতায় এ চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু হয়।
রিবেং যুব ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ শিখন কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা। ভাষা শিখন কার্যক্রমে আপার পেরাছড়া গ্রামের ২৫ জন কিশোর- কিশোরী অংশ গ্রহন করেন। এ ভাষা কার্যক্রম সপ্তাহের প্রতি শুক্রবার করে তিন মাস ক্লাশ চলবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রভাকর চাকমা, শান্তি বিলাস চাকমা, ক্লাবের সভাপতি ভাস্কর চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও চাঙমা সাহিত্য বাহ্ এর সাধারণ সম্পাদক প্রেমেন্দু বিকাশ চাকমাসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ