পানছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে র‍্যালি

 

পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:

নতুন বাংলাদেশ  গড়ার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি   ২০২৫ বুধবার  সকালে তারুণ্যের উৎসব উদযাপনের র‍্যালিটি উপজেলা পরিষদ  হতে বাজার প্রাথমিক বিদ্যালয় হয় পুনরায় উপজেলা পরিষদে  ফিরে যায়।পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার ( অ.দা)ও এক্সিকিউটিভ ম্যাজিেষ্ট্রট সুজন চন্দ্র রায় র‍্যালির নেতৃত্ব দেন।  

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে  থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  জাসিম উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কফিল উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন মিয়া, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,  রেঞ্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, আনসার ভিডিপি অফিসার কাজী আকাশ,বিউবো প্রকৌশলী চঞ্চল টৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর  সভাপতি  মোঃ জাকির  হোসেন, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক  মো. ইউসুফ  আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, উল্টাছড়ি  ইউপি-র প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ছাত্র প্রতিনিধি মনির ভুঁইয়া, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...