মো: কাউসারুল ইসলাম, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরে বাংলাদেশ ছাত্রদল মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি (বুধবার) দিনের শুরুতে মহালছড়ি উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী'র কর্মসূচী শুরু হয়।
দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে এক র্যালী খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহনকারী সকল ছাত্রদের জন্য টি-শার্ট প্রদান করেন মহালছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্র দলের সহ: সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন। উপহারকৃত টি-শার্ট টির জন্য র্যালীর সৌন্দর্য আরো বৃদ্ধি পাই, যার জন্য ছাত্রদল কর্মিদের মাঝে আনন্দ বিরাজ করে।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মো: কাউসারুল ইসলাম, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মো: আবদুল কাদের সিয়াম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: আশরাফুল সাকিব, যুগ্ম আহবায়ক ইয়াসিন বাপ্পি, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো: রবিন, সদস্য সচিব মো: সোহাগ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দলটির প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাইসছড়ি দলীয় কার্যালয়ে মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল ও সাধারণ সম্পাদক মো: রুবেল এর নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় মাইসছড়ি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ