দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়ি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ইংরেজী নববর্ষ-২০২৫ এর প্রথম দিন তারণ্যের উৎসব ২০২৫ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এ দিন মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল দৃষ্টি নন্দন বর্ণাঢ্য র্যালী
অনুষ্ঠিত হয়। মহালছড়ি সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহম্মেদ এর নেতৃত্বে উক্ত র্যালীটি মহালছড়ি উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গন হতে
শুরু হয়ে উপজেলা শহর মহালছড়ি বাজার এলাকা ও উপজেলা প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিরে আসে এবং সেখানে র্যালীতে অংশ গ্রহণকারীদের সমাবেশে বিপিএল সংক্রান্ত ও তারুণ্যের উৎসব উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব এবং এক পক্ষ ব্যাপী চলমান তারুণ্যের উৎসবের ব্যাখ্যাসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উক্ত তারুণ্যের উৎসব-২০২৫ এর র্যালীতে উপজেলার সকল সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা, কর্মচারীগণ, স্থানীয় সরকারী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বয়স্কাউট, গার্ল গাইড, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে মহালছড়ি উপজেলা হতে অংশগ্রহণকারী ছাত্ররা, উপজেলার চার ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানদ্বয়, গ্রাম পুলিশ, মহালছড়ি থানার পুলিশগণ, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ আর এই তারণ্যের উৎসবের প্রতিপাদ্য ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”।
0 মন্তব্যসমূহ