পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকা হতে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
সুত্রে জানা যায়, থানা এলাকায় অবৈধ চোরাচালান , মাদক ও অপরাধ দমনের লক্ষে থানার নিয়মিত অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে পানছড়ি থানার এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সগন মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকা হতে গাঁজা সহ দুইজনকে আটক করে।
আটককৃত গাঁজা ব্যবসায়ী মোহাম্মদপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ তারা মিয়া (৫৮) ও একই উপজেলার দমদম গ্রামের মৃত আব্দুল ওয়াবের ছেলে মোঃ আজগর হোসেন (২৪)।
২০ ডিসেম্বর সকালে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলার মাধ্যমে খাগড়াছড়ি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। অবৈধ চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ