গুইমারায় পূজা মণ্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার

 

বিএম.বাশারঃ-খাগড়াছড়ি জেলার গুইমারায় শারদীয় দুর্গোৎসব পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্বপরিবারে গুইমারার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

গুইমারা উপজেলার কালী মন্দির, হরি মন্দির, চন্ডী মন্দির পরিদর্শন কালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে ৩টি মন্দিরে মোট ১লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন রিজিয়ন কমান্ডার।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি, মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, পিএসসি, জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মাসনুর ইসলামসহ অন্যান্য অফিসার ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।

রিজিয়ন কমান্ডার মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন এবং দলমত নির্বিশেষে সকলের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...