বড়পিলাকে নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি:

গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠে নাইট শটপিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৫অক্টোবর) রাত ৮টায় বড়পিলাক বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে, স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি জোন উপ-অধিনাক মেজর জুনায়েদ বিন কবির। প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো.সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউছুফ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আইয়ুব আলী ডালিম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বড়পিলাক ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এবং সাখাওয়াত হোসেন নার্সারির সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচটি বড়পিলাক একাদশ বনাম হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে বড়পিলাক একাদশ ৮৬ রান তুলে। খেলায় বিজয়ী দল হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের ব্যাটসম্যানরা ৮৬ রান টপকিয়ে ৫ উইকেটে বিজয়ী হন। ম্যান অব দ্য ম্যাচ হন মো.আলী। সেরা উইকেট শিকারী মো. আলী, ম্যান অব দা টুর্ণামেট হন মো. হামিদ।  ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, এই প্রথম গুইমারা উপজেলায়, নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।খেলার মাধ্যমে সমাজ থেকে মাদক সহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই আয়োজন। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মানুষ ম্যাচটিকে আগ্রহের সাথে উপভোগ করেছে। ধারাবাহিকভাবে খেলারটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। উল্লেখ্য ৫ সেপ্টেম্বর ২০২৪ শুরু হওয়া ম্যাচটি ২৫ অক্টোবর ২০২৪  ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...