পানছড়িতে ১৬ বছর পর জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:   

পার্বত্য খাগড়াছড়ি  জেলার পানছড়িতে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী র কর্মীও সুধী সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

২৫ অক্টোবর (শুক্রবার) বিকাল  ৩ ঘটিকায় পানছড়ি হাকিম আলী  মার্কেটের সামনে  বাংলাদেশ জামায়াতে  ইসলামী পানছড়ি  উপজেলা শাখা সভাপতি  মোঃ জাকির  হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

প্রধান অতিথি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনায়  যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ  তা'য়ালার  সন্তুষ্টি  লাভ করাই হচ্ছে আমাদের কাজ। অন্যায় কখনো বেশিদিন টিকে থাকতে পারে না।   দেশে সুশাসন  প্রতিষ্ঠা করতে  দলমত - জাতিধর্ম  নির্বিশেষে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদি সরকার আগষ্ট  বিপ্লবের মাধ্যমে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। বতর্মানে প্রতিটি সেক্টরে সুদ- ঘুষ - দুর্নীতিতে ভরপুর।   একজন সচেতন  মানুষ হিসাবে সুদ- ঘুষ - দুর্নীতিতে ভরপুর সমাজকে কুলসিত মুক্ত  করতে হবে। 

 জামায়াতে  ইসলামী পানছড়ি উপজেলা শাখা সেক্রেটারী, হাফেজ নুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য  রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার বাইতুল মাল সম্পাদক আবু ইউসুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সভাপতি  মাওলানা আব্দুল খালেক, 

সাবেক ইসলামি  ছাত্র শিবির  সভাপতি  আবুল কালাম আযাদ,ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির  সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুলল্লা আল মামুন খোকন,ছাত্র  শিবিরের  খাগড়াছড়ি  জেলা সেক্রেটারী আব্দুস সাত্তার, সাবেক ইসলামি  ছাত্র  শিবিরের  খাগড়াছড়ি  জেলা  সভাপতি এনামুল হক,পানছড়ি  উপজেলা ছাত্র  শিবিরের সাবেক সভাপতি  রেজাউল করিম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...