অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মহালছড়ি জোন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

 


মহালছড়িঃ খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মহালছড়ি জোন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

৯ আগষ্ট বুধবার অতিবৃষ্টি, পাহাড় ধস এবং বন্যার কারণে মহালছড়ি, বিজিতলা, পাকিজাছড়ি, দাঁতকুপিয়া, গামারি ডালা, সিলেটি পাড়া, কাপ্তাই পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২০০ অসহায় পাহাড়ি ও বাঙ্গালী পরিবার এর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে মহালছড়ি সেনা জোন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন এর পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।



এছাড়াও সেনাবাহিনী আত্মরক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে । ত্রাণ সামগ্রী  পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...