মহালছড়ি সিঙ্গিনালায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান


ভগদত্ত চাকমা, মহালছড়িঃ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা মহামুনি পাড়ার গ্রাম্য বাজারের দোকান গুলোতে ভোর রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি দোকান। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মুবাছড়ি  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কিছু অংশ। 

 

পুড়ে যাওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন ভবদত্ত চাকমা ও মংলা মারমা।  তারা বলেন দুটি দোকানে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। 


প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়দের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...