মহালছড়ি উপজেলা এস এস সি পরীক্ষার ফলাফল বিপর্যয়; জনমনে মিশ্র প্রতিক্রিয়া


মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়িঃ

সারাদেশে একযোগে বৃহস্পতিবার (১০জুন) প্রকাশিত হয়েছে ২০২৫সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর এসএসসির ফলাফলে মহালছড়ি উপজেলায় গতবছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা। 

 

এইদিকে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে সিঙ্গিনালা ‍উচ্চ বিদ্যালয়- মোট পরিক্ষার্থী ২৮ জন পাস করেছে - ২১ জন, পাসের হার-৭৫%,। 

মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ১৮১ জন, পাস করেছে ১১১ জন, পাসের হার -৬০.৭৭%।

মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৬১ জন, পাস করেছে ৩৩ জন, পাসের হার -৫৪.১০%।

খূলারাম পাড়া উচ্চ বিদ্যালয়- মোট পরিক্ষার্থী ৬১ জন

পাস করেছে ৩২ জন পাসের হার-৫২.৪৬%।

এপিবিএন উচ্চ বিদ্যালয়  ৪৯.২৩% উক্ত বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করে , তাছাড়া উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়- ৪২.৬৭%, লেমুছড়ি উচ্চ বিদ্যালয়- ৪০.৪৮%,

মাইসছড়ি উচ্চ বিদ্যালয়- ৩৮.৭৮%

বৌদ্ধ শিশুঘর উচ্চ বিদ্যালয-৩৪.৬২%

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুরউফ উচ্চ বিদ্যালয়-৩২.৬৫

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে  উপজেলায় আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার পাশের হার ৭১ .৮৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬  পরীক্ষার্থী পাস করে।ফলাফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, কয়েকটি বিদ্যালয়ের আশানুরূপ ফল না হওয়ায় উপজেলার শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

পাশাপাশি, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কম হওয়ায় মহালছড়ির শিক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে।

তবে, উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। যেসকল বিদ্যালয়ের ফল দুর্বল হয়েছে, সেগুলোতে অতিরিক্ত মনিটরিং এবং একাডেমিক সহায়তা বৃদ্ধি করা হবে। এছাড়াও, উপজেলার শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট ও বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...