মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

 


স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।


বৃহস্পতিবার ১৯ জুন সকাল ১১ ঘটিকায় মহালছড়ি সরকারি ডিগ্রী কলেজ আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি চারা রোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন মহালছড়ি সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, মহালছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন বাপ্পী, মহালছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশরাফুল সাকিব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব মোঃ রবিন এবং সোহাগ, মহালছড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন রাজু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মৌ প্রমূখ।

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রাজু বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির আওতায় আমরা মহালছড়ি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। মূলত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই দেশব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 'বিএনপির' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে পাঁচ বছরের মধ্যে সারা দেশে ৫০কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় মহালছড়ি কলেজ ছাত্রদলের কর্মীরা কাজ করে যাচ্ছে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে মহালছড়ি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের বিভিন্ন প্রাঙ্গণে গাছ লাগানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...