মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা পরিষদের প্রাণকেন্দ্র টিএন্ডটি পাড়া যাওয়ার রাস্তা এবং একমাত্র সিঁড়ি টা চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।
রাস্তাটি দিয়ে উপজেলার মোহাম্মদপুর এবং টিএন্ডটি পাড়া সহ আশপাশের ২-৩টি গ্রামের কয়েকশ' মানুষ প্রতিদিন চলাচল করে। খানাখন্দের এবং ড্রেনের উপরে স্রেফ না থাকায় কারণে রাস্তাটি দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। প্রতিদিন মানুষ পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।
রাস্তাটি সাথে একটা সিঁড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে ২০০৩-২০০৪ অর্থবছরে নির্মিত হলেও আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। নির্মাণের ৭-৮ বছর পর থেকে ভাঙনের সৃষ্টি হয়ে আস্তে আস্তে এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটি মহালছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড। রাস্তা এবং সিঁড়ি পাশ দিয়ে মহালছড়ি উপজেলা পরিষদ সড়কের সাথে গিয়ে মিশেছে।
বৃষ্টিতে রাস্তা সাথে সিঁড়ি এক পাশ নিয়ে ধসে যাওযায় বিপদজনক গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীদের ব্যবহার করতে হচ্ছে বিকল্প রাস্তা। রাস্তাটি দিয়ে কোমলমতি শিশুদের জন্য বিদ্যালয়ে যাতায়াতেও রয়েছে ঝুঁকি।
মহালছড়ি টিএন্ডটি পাড়া গ্রামের মোঃ সেলিম মিয়া জানান, রাস্তা এবং সিঁড়ি ভাঙার কারণে পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন এই রাস্তা দিয়ে কষ্ট করে হেঁটে চলাচল করতে হচ্ছে। আমরা কষ্ট করে চলাচল করতে পারলেও রোগীদের অবস্থা করুণ। টিএন্ডটি পাড়া রাস্তা এবং সিঁড়ি টা মহালছড়ি উপজেলা পরিষদ থেকে মাত্র ২০০ মিটার অথচ দুই যুগ ধরে রাস্তা , ড্রেনের উপরে স্রেফ এবং সিঁড়ি নির্মাণ হয়নি যা আমাদের জন্য বেদনাদায়ক।
0 মন্তব্যসমূহ