সর্বস্তরের জনগণ-কে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো আনোয়ার হোসেন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়িঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহালছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহালছড়ি উপজেলা নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি মুহূর্ত।”

তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ প্রার্থনা করছি।”

তিনি মহালছড়ি উপজেলা বিএনপি'র সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...