পানছড়িতে বিজিবি-র নগদ অর্থ সহ বিভিন্ন সহায়তা প্রদান


পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি: 

পার্বত্যাঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে দুঃস্থ অসহায়দের পাশাপশি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে  ৩ বিজিবি লোগাং জোনের কর্তৃক  আর্থিক অনুদান সহ বিভিন্ন সহায়তা প্রদান চলমান।

তারই ধারাবাহিকতায় গরীব অসহায় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা সহ সেলাই মেশিন, ঢেউটিন, টিউবওয়েল, সোলার প্যানেল-ব্যাটারি, প্লাষ্টিকের চেয়ার, শিক্ষা সহায়ক উপকরণ  প্রদান করেন। 

৮ মে বৃহস্পতিবার  সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। 

এ সময় জোন কমান্ডার, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম,এএমসি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, ৩ বিজিবি লোগাং জোনের অফিসার গণ সহ সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারায় সামাজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা

মোঃ আবদুল আলী, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...