খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির আয়োজনে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :

খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবির আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

৭ মে বুধবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া ,পিএসসি'র সভাপতিত্বে  সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জোন অধিনায়ক , অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার ও সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। 

উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি টহল নিয়োজিত রয়েছে বলে সকলকে আশ্বস্থ করেন।

অন্যান্যদের মধ্যে ৩ বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, এএমসি, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন এলাকার কার্বারি ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদে...