কৃষি অফিসের আয়োজনে মহালছড়ির প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়িঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস উপজেলা এলাকার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও প্রয়োজনানুপাতে রাসায়নিক সার বিতরণ করেছেন। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে আউশ
ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এ সব সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ৬ মে মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গনে এ সব কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহরাব হোসেব ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী কৃষি অফিসার মুকুল দেওয়ানের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ; বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  প্রবীন সাংবাদিক দীপক সেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি
কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মাকর্তা নুর মোহাম্মদ রসুল ও তৃপ্তিকর চাকমা এবং কৃষি অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সুফলভোগী কৃষকদের
উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার দেশের কৃষকদের অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য দিয়ে দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করে দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে যেসব পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণ করেছেন তার যথাযথ বাস্তবায়ন করে সুফল ভোগ করতে তিনি সকল কৃষকদের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারায় সামাজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা

মোঃ আবদুল আলী, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামজিক সংহতি ও দ্বন্দ ব্যবস্হাপনা বিষয়কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।...