গুইমারাতে জুলাই বিপ্লবী ও ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আবদুল আলী, গুইমারাঃ 

দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস, ধর্ষন ও অবৈধ দখলের বিরুদ্ধে পার্বত্য খাগড়াছড়ি জেলার  গুইমারায় জুলাই বিপ্লব ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

১২ মে সোমবার সকালে জুলাই বিপ্লবী ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে  গুইমারা সরকারী কলেজ, গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয় এবং গুইমারা কলেজিয়েটে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 

বিক্ষোভ মিছিলটি গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গন থেকে শুরু করে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের  এসে শেষ হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্র প্রতিনিধি অপূর্ব, মামুন, শাহনেওয়াজ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বলেন, জুলাই আগষ্ট বিপ্লবের পর দেশ থেকে সৈরাচার চলে গেলে ও তাদের দোসরদের রেখে গেছেন। তারা আজ শহর থেকে গ্রাম সর্বত্র লুটতরাজ, ধর্ষন, ছিননতাই, দখলবাজি অব্যাহত রেখেছে। তাদের কালো হাত থেকে শিশু আছিয়া থেকে শুরু করে বান্দরবানের তঞ্চঙ্গা নারী কেউ রেহাই পায় নাই। তাই এখন সময় এসেছে তাদেরকে রুখে দাড়ানোর। সৈরাচারের দোসররা মনে করেছেন তাদের গুরু এখনো আছেন, কিন্তু তারা জানেন না যে তাদের গুরুর নয়াদিল্লিতে মৃত্যু হয়েছে। সমাবেশের সঞ্চালক আরমান হোসেন  বিক্ষোভ সমাবেশের সমাপ্ত ঘোষনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...