খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা এলাকার এক পাহাড়ি মহিলাকে(২৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে আনিসুল ইসলাম (২৯) নামের একজনকে আটকের খবর পাওয়া গেছে। আটককৃত আনিসুল ইসলাম কালোপাহাড় গ্রামের চাঁন মিঞার পুত্র।
ভিক্তিমের স্বামী ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আনিসুল হক গতকাল (২৯ মে) রাত আনুমানিক ১০ টার দিকে আদিবাসী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালাই। গৃহবধুটি সেই সময় তার ১১ মাসের শিশুকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ভিক্তিমের স্বামী সেই সময় সামাজিক কাজে ঘরের বাইরে ছিলেন।
ধর্ষণ চেষ্টায় বাঁধা দিতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত আনিসুল ইসলাম শিশুটিকে বিছানা থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, এতে শিশুটি এবং ধর্ষণ চেষ্টার শিকার গৃহবধূটি মারাত্মক আহত হন। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় অভিযুক্ত আনিসুল ইসলাম পালিয়ে যায়। আহত ভিক্টিম এবং তাঁর শিশু সন্তান বর্তমানে খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
মহালছড়ি থানা পুলিশের প্রচেষ্টায় রাত ১ টার দিকে অভিযুক্ত আনিসুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় থানা পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলো মহালছড়ি থানা পুলিশ।
0 মন্তব্যসমূহ