পানছড়িতে বৈশাখী পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

পানছড়ি,  খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

পানছড়িতে বৈশাখী পুর্ণিমা ও বৌদ্ধ  পুর্ণিমা উপলক্ষে  মঙ্গল শোভাযাত্রা ও বৌদ্ধ পুজা অনুষ্ঠিত হয়েছে।

১০ মে ২০২৫ শনিবার সকালে সংঘ মিত্র বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পানছড়ি  জিড়ো পয়েন্ট হয়ে আবার  কলেজ গেইট এলাকায়  সংঘ মিত্র বৌদ্ধ বিহারে শেষ হয়। পরে বিহারে  বৌদ্ধ  ধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবির গন ধর্মীয় বানী প্রচার করেন। এ-সময়  বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়ীকাগন  বোদ্ধ পুজা করেন।

জানা যায়, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে  গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্ট পূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে  বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।

এটি পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।  বৈশাখী পুর্ণিমা কে বৌদ্ধ  পুর্ণিমা  নামেও পরিচিত। মঙ্গল শোভা যাত্রায় যোগ দিতে পাহাড়ের  বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের ঢল নেমেছিল প্রধান সড়ক ও বৌদ্ধ বিহারে। এ উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহ সভাপতি  অসেতু বিকাশ চাকমা, সম্পাদক  সুব্রত চাকমা, পানছড়ি  সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,   প্রবীন শিক্ষক  যুগান্তর  চাকমা, সরল বিকাশ চাকমা সহ  নানা বয়সি হাজারো নারী পুরুষ অংশ গ্রহন করেন। 

উৎসব উদযাপন  কমিটির  সভাপতি  নীতি পূর্ণ চাকমা জানান, এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব। আগামীকাল  ১১ মে ২০২৫ শান্তি পুর অরণ্য কুটির সহ প্রতিটি বিহারে সন্ধ্যায়  হাজার বাতি প্রজ্জলন সহ শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে  আনুষ্ঠানিকতা শুরু  হবে। শেষ হবে ১২ মে সারাদিনের  কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারও অমঙ্গল না হোক। ’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...