নিজস্ব প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ ঘটিকায় মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি মোঃ সাজ্জাত হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ এর ২য় গেট থেকে শুরু করে ক্যাম্পাস হয়ে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের ২৪ মাইল এলাকা প্রদক্ষিণ করে ১ম গেইটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সাবেক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ আশরাফুল সাকিব, সাবেক কলেজ ছাত্রদলের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম রবিন।
বিক্ষোভ মিছিল শেষে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন মহালছড়ি ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ছাত্রনেতা জুয়েল দাস, মোঃ জাহিদ ইসলাম জুয়েল প্রমুখ।
0 মন্তব্যসমূহ