মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়িঃ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা  শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।


রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মেলায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা প্রবিন চাকমা, মহালছড়ি উপজেলা  বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দিপক সেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,হেডম্যান, কারবারি বিভিন্ন গনমাধ্যমে কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদে...