মোঃ আবদুল আলী, গুইমারা:
তথাগত বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ মহাপরিনির্বান লাভ ও ত্রি-স্মৃতি বিজরিত মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে রবিবার বিকাল ২টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার পথাছড়া বুদ্ধ বিহার থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। গুইমারা বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আয়োজনে ২৫৬৯তম বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে দেশ ও সকল জাতিগোষ্ঠীর মঙ্গল কামনায় চলে বিশেষ প্রার্থনা। শিশু-কিশোর থেকে শুরুকরে সকল বয়সী নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন গভীর শ্রদ্ধা ও ধর্মীয় উৎসবের আবহে।
গুইমারা বুদ্ধ পূর্নিমা উদযাপন কমিটির সভাপতি তৈকর্মা বুদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়েন্না মহাথের ভান্তে বলেন,আজকের এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধুত্ব লাভ ও একই দিনটিতে মহাপরিনির্বান লাভ করেন। ত্রি-স্মৃতি বিজড়িত আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন।
সকাল থেকে বুদ্ধ ভান্তেরা ধর্মীয় দেশনা দেয় এসময় ভান্তেরা বলেন,বুদ্ধের নীতি-আদর্শ অনুসরণ করলে মানুষ সুখে থাকবে-শান্তিতে থাকবে। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। একই দিনে গৌতমবুদ্ধ পরিনির্বাণ লাভ করেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুইমারা উপজেলার বিভিন্ন বুদ্ধ বিহারে ভিড় জমিয়েছে নানা বয়সের বুদ্ধ ধর্মের অনুসারীরা বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছিল বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান এবং সোয়াং দান।
বুদ্ধ পূর্ণিমা ও শোভাযাত্রায় অংশ নেয় গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি অংগ মগ ও মারমা ঐক্য পরিষদের নেতা সাইলাপ্রু মারমা সহ নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ